Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে উদ্যান ফসল যেমন- ফুল, ফল, সবজি, ঔষধি, মসলা ও কোন্দাল ইত্যাদি ফসলের চারা বিক্রয় করা হয়। পুষ্টির অভাব হবে শেষ মাশরুম চাষে গড়ব দেশ। সুস্থসবল দেহ চান নিয়মিত মাশরুম খান। হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে তাজা মাশরুম ও শুকনা মাশরুম বিক্রয় করা হয়। হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় ''মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ'' প্রকল্পের মাধ্যমে মাশরুম উদ্যক্তা প্রশিক্ষণ প্রদান করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাঃ হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনা।

স্থাপন ঃ ১৯৭৩ ইং সনে।

প্রতিষ্ঠানের বিবরণঃ  পাবনা শহর থেকে ১০ কিঃ মিঃ  উত্তর-পশ্চিম কোনে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে টেবুনিয়া নামক স্থানে রাস্তা সংলগ্ন দক্ষিণ পার্শ্বে  বিএডিসির বীজ উৎপাদন খামারের ভিতরে অবস্থিত।


উদ্দেশ্যঃ উদ্যানতাত্তিক ফসলের চারা/ কলম/বীজ উৎপাদন, বিতরণ, কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ এবং ফলদ,বনজ ও ঔষধী চারা রোপনের  মাধ্যমে  আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা।

 

মোট জমির পরিমান ও ব্যবহার (হেক্টরে): ১০.৮৯ হেক্টর

    ক. স্থায়ী বাগান ৪.৫ হেক্টর, 

    খ. চারা/কলম উৎপাদনে ব্যবহার ৩.২ হেক্টর, 

    গ. অফিস, রাস্তা, গুদাম ও ডরমেটরি ভবন ০.৮ হেক্টর

    ঘ. পুকুর ০.৪ হেক্টর 

   ঙ. নীচু জমি ২.০ হেক্টর

 

সেন্টারের সেবা সমূহ- 

      প্রশিক্ষণ 

      কৃষকদের কারিগরি সহায়তা প্রদান।

      বিভিন্ন উদ্যান ফসলের নতুনজাত প্রবর্তন।

      সরকার নির্ধারিত সূলভ মূল্যে উন্নত মানের উদ্যান ফসলের চারা/কলম বিতরণ।

 

 

বিদ্যমান সুবিধাদি 
(ক) বিভিন্ন উদ্যান ফসলে নতুন নতুন জাত প্রদর্শন।
(খ) কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান।
(গ) চারা কলম উৎপাদন এবং সরকার নির্ধারিত স্বল্পো মূল্যে চারা/কলম বিতরণ।
(ঘ) বিভিন্ন প্রকার ফলবাগানের প্রদর্শনী স্থাপন।
(ঙ) কৃষক এবং নার্সারি-ম্যান প্রশিক্ষণ।

 

 

সেন্টারে প্রদর্শিত প্রযুক্তি সমূহ
(১) গ্রাফটিং/লিয়ারিং এর মাধ্যমে উন্নতমানের চারা/কলম উৎপাদন।
(২) রিজুভিনেশন।
(৩) ড্রাগন ফল বাগান।
(৪) আম টপওয়ার্কিং বাগান।
(৫) ফলগাছ পরিচর্যা।
(৬) বিভিন্ন ফলের নতুন নতুন জাত প্রদর্শন।
(৭) সৌন্দর্য বর্ধন।
(৮) ফলগাছের সার ব্যবস্থাপনা।
(৯)কফি প্রদর্শনী।
(১০) আম গাছে টপওয়ার্কিং পদ্ধতি।


হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনা প্রতিষ্ঠানটি জন্ম লগ্ন হতে কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য বিভিন্ন ফলদ, শাক সব্জী, বনজ, ঔষধী, মসলা, ফুল, শোভাবর্ধনকারী গাছের চারা/কলম সহ উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের বীজ সরকারী যথাযথ নিয়মে বিক্রয়/বিতরণ করে আসছে। অত্র সেন্টারের উৎপাদিত চারা/কলম/বীজ চাহিদা ও প্রয়োজন অনুযায়ী স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানটি চারা /কলম বিক্রি করা ছাড়াও উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের সমস্যা সমাধানের জন্য কৃষক/কৃষানীদেরকে পরামর্শ প্রদান করে থাকেন। ফলশ্রুতিতে এই সেন্টারের সুযোগ সুবিধা জনসাধারন অত্যন্ত সহজ ভাবে পেয়ে থাকেন ও কৃষিতে প্রয়োগ করে কৃষির বিপ্লব সাধন করতে সক্ষম হন।