Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে উদ্যান ফসল যেমন- ফুল, ফল, সবজি, ঔষধি, মসলা ও কোন্দাল ইত্যাদি ফসলের চারা বিক্রয় করা হয়। পুষ্টির অভাব হবে শেষ মাশরুম চাষে গড়ব দেশ। সুস্থসবল দেহ চান নিয়মিত মাশরুম খান। হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে তাজা মাশরুম ও শুকনা মাশরুম বিক্রয় করা হয়। হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় ''মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ'' প্রকল্পের মাধ্যমে মাশরুম উদ্যক্তা প্রশিক্ষণ প্রদান করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Deputy Director

উপপরিচালক

কৃষিবিদ-এ,এফ, এম গোলাম ফারুক হোসেন

ব্যাচ (বিসিএস) :৩তম

উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনা।


ফোন (অফিস) : +880731-65658

মোবাইল : 01714-294279

ইমেইল :iqhdp.teb@gmail.com 

বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ১১ এপ্রিল ২০২১




কৃষিবিদ মোঃ এ, এফ, এম গোলাম ফারুক হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় উপপরিচালক হিসেবে ১১ এপ্রিল ২০২১  হতে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি উক্ত অধিদপ্তরের সরেজমিন উইং এর উপপরিচালকের কার্যালয়, নওগাঁ  অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) হিসেবে কর্মরত ছিলেন।

 

কৃষিবিদ এ, এফ, এম গোলাম ফারুক হোসেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২৩ম বি.সি.এস (কৃষি) হিসেবে ক্যাডারভুক্ত হন। বি.সি.এস (কৃষি) হিসেবে ক্যাডারভুক্ত হয়ে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী তে তিনি পর্যায়ক্রমে নওগাঁ জেলার মান্দা উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) ও একই জেলার সাপাহার উপজেলায়  যথাক্রমে কৃষি সম্প্রসারণ অফিসার (এইও)  হিসেবে  দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে নওগাঁ জেলার  সাপাহার উপজেলার উপজেলা কৃষি অফিসার হিসেবে  দায়িত্বভার গ্রহণ করেন  এবং পুনঃরায় একই জেলায় মান্দা উপজেলার উপজেলা কৃষি অফিসার  হিসেবে সাফল্যের সাথে কার্যকাল অতিবাহিত করেন।

 

উপপরিচালকের কার্যালয়, হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায়  যোগদানের পূর্বে তিনি সর্বশেষ উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ জেলায় অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) হিসেবে কর্মরত ছিলেন।