Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে উদ্যান ফসল যেমন- ফুল, ফল, সবজি, ঔষধি, মসলা ও কোন্দাল ইত্যাদি ফসলের চারা বিক্রয় করা হয়। পুষ্টির অভাব হবে শেষ মাশরুম চাষে গড়ব দেশ। সুস্থসবল দেহ চান নিয়মিত মাশরুম খান। হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে তাজা মাশরুম ও শুকনা মাশরুম বিক্রয় করা হয়। হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনায় ''মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ'' প্রকল্পের মাধ্যমে মাশরুম উদ্যক্তা প্রশিক্ষণ প্রদান করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার-২০২৩

১। সকল শ্রেনীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারণ সহায়তা দেয়া 

২ । কৃষকদের দক্ষ সম্প্রসারণ সেবা প্রদান

৩ । কৃষি বিষয়ক প্রনয়ন বিকেন্দ্রীকরন

৪ । চাহিদা ভিত্তিক কৃষি সম্প্রসারণ

৫ । সকল শ্রেনীর কৃষকদলের সাথে কাজ করা

৬ । কৃষি গবেষনা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরন

৭ । সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষন

৮ । উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার



৯ । সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান

১0। সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম

১১। পরিবেশ সংরক্ষনে সমন্বিত সহায়তা প্রদান

১২। কৃষি বানিজ্যিকীকরন

১৩। কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

১৪। ফুল, ফল ও সবজি চাষের আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান।

                                          

তথ্য হালনাগাদকরণেঃ

                                 মোঃ মিজানুর রহমান

                            উপসহকারী উদ্যান কর্মকর্তা

                          হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনা

                           যোগাযোগঃ ০১৭৩৬-৭৩৬১০২